AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ফিলিস্তিনিদের উচ্ছেদ’ পরিকল্পনার নিন্দা ইরানের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৯ এএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

‘ফিলিস্তিনিদের উচ্ছেদ’ পরিকল্পনার নিন্দা ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের ‘বলপ্রয়োগে উচ্ছেদের’ পরিকল্পনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, ‘গাজা পরিষ্কার করা এবং ফিলিস্তিনি জনগণকে প্রতিবেশী দেশগুলোতে বলপ্রয়োগে উচ্ছেদ করার পরিকল্পনাকে ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার জন্য ইহুদিবাদী শাসকগোষ্ঠীর (ইসরাইল) লক্ষ্যবস্তু করা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হয়, যা কঠোরভাবে প্রত্যাখ্যাত ও নিন্দিত।’

মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে আমরা কাজ করব। এটি আমাদের হবে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ বক্তব্যে ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে ‘স্থায়ীভাবে’ সরিয়ে নেওয়ার কথা বলেন।এই পরিকল্পনার ফলে আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বনেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। জাতিসংঘ ফিলিস্তিনি ভূখণ্ডে ‘জাতিগত নির্মূলের’ বিষয়ে সতর্ক করেছে।

তবে বুধবার ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের বক্তব্য থেকে কিছুটা সরে আসে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক বলেন, গাজার জনগণের স্থানান্তর যদি হয়ও, তা হবে ‘অস্থায়ী’।

বাকায়ি ট্রাম্পের এই পরিকল্পনাকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতির ওপর নজিরবিহীন আঘাত’ বলে অভিহিত করেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ‘তাদের দখলদারিত্ব ও বর্ণবাদী শাসন থেকে মুক্ত করা উচিত।’

 

 

একুশে সংবাদ/ এস কে


 

 

Shwapno
Link copied!