AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতারের আমির দুই দিনের সফরে ব্রিটেনে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১২ পিএম, ৩ ডিসেম্বর, ২০২৪
কাতারের আমির দুই দিনের সফরে ব্রিটেনে

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে দুই দিনের সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও তার পত্নী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল-থানি মঙ্গলবার যুক্তরাজ্য সফরে গেছেন।

রাজা চার্লস উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশটির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন।কতারের আমির (৪৪) ও তার পত্নী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল-থানির সম্মানে বার্মিংহাম প্রসাদে ভোজ সভার আয়োজন করা হয়েছে। পরে ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

গত জুলাইতে নির্বাচিত লেবার পাটির আশা করছে গালফ কো-অপারেশন কাউন্সিলের ৬টি সদস্য রাষ্ট্র-বাহ্রাইন, কুয়েত, ওমান, কাতার,সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন্ করবে।

স্টারমার তার সরকারের গ্রহণযোগ্যতা লাভে যে কোনো মূল্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেছেন।লেবারপার্টিও সরকার মনে করছে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারলে যুক্তরাজ্যের অর্থনীতি ২ বিলিয়ন মার্কিন জোরদার হবে এবং উপসাগরীয দেশগুলো ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোরে লাভজনক খাতে বিনিয়োগ করবে।

ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ড সম্প্রতি অগ্রাধিকার ভিত্তিতে লেবার সরকারকে এই ধরনের একটি চুক্তির কথা বলেছিলেন।

কাতারের দম্পত্তি সোমবার পূর্ব লন্ডনের স্টানস্টেড বিমানবন্দওে পৌছেন। ব্রিটিশ সংিহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার পত্নী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন পশ্চিম লন্ডনের কেনসিংটন রাজ প্রাসাদে তাদের অভিনন্দন জানান।

কাতারের আমির ও তার পত্নীকে লন্ডনের মধ্যাঞ্চলে সুসজ্জিত অশ্বারোহী গার্ডের গার্ড অব অনার প্রদান শেষে রাজা চার্লস (৭৬) ও রানী ক্যামেলিয়ার (৭৭) সঙ্গে সাক্ষাত করবেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!