ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে, এবার চারপাশের বিয়ের ধুম দেখে নিজের নিঃসঙ্গতা নিয়ে মজার ছলে আফসোস প্রকাশ করলেন তিনি।
ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা লিখেন, লোকজন কি সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না! সত্যিই বুড়ো হয়ে গেলাম। সঙ্গে হ্যাশ ট্যাগে তিনি জুড়ে দেন, আমার ভালোবাসার ধর্ম।
শ্রীলেখার এমন খোলামেলা স্ট্যাটাসের পর কমেন্ট বক্সে অনেকেই নানা মজার মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
একজন নেটিজেন লিখেছেন, এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর আজ সন্ধ্যার মধ্যে কোনো এক নিউজ পোর্টাল খবর করবে- প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র।
আরেকজন লিখেছেন, বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু।
প্রসঙ্গত, শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদের পর আর ছাদনাতলায় যাননি শ্রীলেখা। সে সময় তিনি সাফ জানিয়েছেন, প্রেমে পড়তে চাইলেও বিয়েতে আর আগ্রহ নেই তার।
তখন সময় তিনি বলেছিলেন, প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

