AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারমাণবিক যুদ্ধের বিষয়ে সতর্ক করলেন কিম জং উন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০০ পিএম, ২৩ নভেম্বর, ২০২৪
পারমাণবিক যুদ্ধের বিষয়ে সতর্ক করলেন কিম জং উন

মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের জন্য উস্কানি দিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কোরিয়া উপদ্বীপ কখনো এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

বৃহস্পতিবার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সবসময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে মার্কিন প্রশাসনের। কোরিয়া উপদ্বীপ কখনো এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি,যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে।

তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য যতটা সম্ভব এগিয়েছি। কিন্তু সেই আলোচনায় উত্তর কোরিয়ার প্রতি ওয়াশিংটনের আক্রমণাত্মক ও বৈরী নীতির কখনই পরিবর্তন ঘটতে পারে না বলে প্রমাণিত হয়েছে।

কিম যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সবসময়ই পিয়ংইয়ং আগ্রাসী মনোভাবের শিকার বলেও ক্ষোভ ঝাড়েন তিনি।

এদিকে দীর্ঘদিন ধরে কিমের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তিনি বলেছিলেন, দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ছিল, যে যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটতো। কিন্তু উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সম্পর্ক থাকায় সেই যুদ্ধ বন্ধ করতে পেরেছিলেন বলে মন্তব্য করেন ট্রাম্প।

একুশে সংবাদ/ এস কে

Link copied!