ওয়েলসে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। পরিবহন পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার লন্ডন থেকে এএফপি এ খবর জানায়।সোমবার সন্ধ্যায় সেন্ট্রাল ওয়েলসের লানব্রিনমায়ার গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সুপার অ্যান্ড্রু মরগান বলেন, ‘আমরা দুঃখজনকভাবে নিশ্চিত করছি যে আজ সন্ধ্যার ঘটনার পর একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।’
যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা গুরুতর। মর্গান বলেন, পরিবহন পুলিশ এই সংঘর্ষের পরিস্থিতি বোঝার জন্য কাজ করছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

