AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাঁচি খুঁজে না পাওয়ায় বাতিল হলো ৩৬ ফ্লাইট!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:২৮ পিএম, ২০ আগস্ট, ২০২৪
কাঁচি খুঁজে না পাওয়ায় বাতিল হলো ৩৬ ফ্লাইট!

জাপানের এক বিমানবন্দরের বোর্ডিং গেটগুলোর কাছের একটি দোকান থেকে এক জোড়া কাঁচি খুঁজে না পাওয়ায় বাতিল করা হয় ৩৬টি অভ্যন্তরীণ ফ্লাইট! সেইসঙ্গে ২০১টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার সকালে হোক্কাইডোর নতুন চিতোসে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘটেছে এই ঘটনা। এ সময় নিরাপত্তা পরীক্ষা প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ থাকায় শত শত ভ্রমণকারী কিছু সময়ের জন্য আটকা পড়েছিলেন। বহির্গমন লাউঞ্জে যাত্রীদের উপচে পড়া ভিড় ফের নিরাপত্তা পরীক্ষা গ্রহণ করতে বাধ্য করে।

কর্তৃপক্ষ হারিয়ে যাওয়া কাঁচি দুইটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। শেষমেশ পরের দিন একই দোকানে পাওয়া যায় কাঁচি দুইটি। তবে শনিবার সারাদিন ধরে কাঁচি দুইটি পাওয়া না গেলেও ওই দিনই নিরাপত্তা পরীক্ষা ও ফ্লাইট চলাচল চালু করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট বাতিল ও শিডিউল পিছিয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হওয়া অধিকাংশ যাত্রীই সহনশীলতার পরিচয় দিয়েছেন।

এই নিয়ে নতুন চিতোসে বিমানবন্দরের পরিচালক হোক্কাইডো বিমানবন্দর সোমবার জানায়, খোয়া যাওয়া কাঁচিগুলো ওই দোকানেরই এক কর্মচারী রোববার খুঁজে পান।

কাঁচিটি খুঁজে পাওয়ার পর রোববার এক বিবৃতিতে ছিতোসে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হারিয়ে যাওয়া কাঁচিগুলো ওই দোকানেরই এক কর্মচারী রোববার খুঁজে পান। কিন্তু সেই কাঁচিটিই হারানো কাঁচি কি না, তা নিশ্চিত হতে সময় লেগেছে।

এ প্রসঙ্গে এক যাত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। তবে আমি আশা করবো, বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেদের জিনিসপত্র নিয়ে ভবিষ্যতে আরো বেশি সতর্ক থাকবেন।

সূত্র: বিবিসি

একুশে সংবাদ/ এস কে

Link copied!