AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেলারুশ প্রেসিডেন্টের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:১১ পিএম, ১৭ আগস্ট, ২০২৪

বেলারুশ প্রেসিডেন্টের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ যেন বেলারুশে ছড়িয়ে না পড়ে সেই জন্য দেশ দুইটির নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।  রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র এ মন্তব্য করেছেন।

লুকাশেঙ্কো বলেন, কিছু উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তাই কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের সম্প্রসারণ চাইছেন।

তিনি বলেন, পশ্চিমারা কিয়েভকে আরো লড়াই করার জন্য উৎসাহিত করছে, কারণ তারা চায় রাশিয়া ও ইউক্রেইন একে অপরকে ধ্বংস করুক।

বৃহস্পতিবার ইউক্রেনের হামলা ও অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে রাশিয়া জানিয়েছে, তারা সীমান্ত প্রতিরক্ষা জোরদার করবে। এর মধ্যেই কুরস্ক অঞ্চলের হাজার হাজার মানুষকে সেখান থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

কিয়েভ জানিয়েছে, গত সপ্তাহ থেকে তাদের সেনারা এখন পর্যন্ত সীমান্ত থেকে রাশিয়ার ভেতরে ৩৫ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পেরেছে।

লুকাশেঙ্কো বলেন, কিয়েভ বেলারুশে হামলার পরিকল্পনা করে থাকতে পারে। মিনস্ক ইউক্রেনিয়ান সামরিক বাহিনীকে আগ্রাসনের কোনো সুযোগ দেবে না বলেও সতর্ক করেন তিনি।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক বাহিনী।


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!