সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান টেলিফোনে দক্ষিণ আফ্রিকার প্রসিডেন্ট সিরিল রামাফোসাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
আজ সোমবার (১২ আগষ্ট) রাতে টেলিফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে পুনর্নিবার্চিত হওয়ায় অভিনন্দন জানান। ঐক্য সরকারের প্রেসিডেন্ট জুন মাসে নির্বাচিত হওয়ার পর সালমান টেলিফোনে রামাফোসাকে অভিনন্দন জানিয়েছিলেন।
টেলিফোনে দুই নেতার মাধ্য রাজনীতি,অর্থনীতি এবং দুই দেশের সম্পর্ক জোরদার করার বিষয়েও কথা হয়েছে।সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে বানিজ্য সম্পর্ক আরো বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। জ্বালানি, বাণিজ্য এবং বিনিয়োগ আরো বাড়ানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন সালমান।
একুশে সংবাদ/এনএস