AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনোনীত আব্বাস আরাগচি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৪৯ পিএম, ১২ আগস্ট, ২০২৪
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনোনীত আব্বাস আরাগচি

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রস্তাবিত মন্ত্রিসভার সদস্যদের একটি নামের তালিকা পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে । প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের ১২ দিন পর রোববার (১১ আগস্ট) তিনি এই নামের তালিকা দিলেন।  

সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় একজন মধ্যপন্থী কূটনীতিককে পররাষ্ট্রমন্ত্রী এবং একজন নারী কর্মকর্তাকে নগর উন্নয়নমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন মাসুদ পেজেশকিয়ান। রোববার পার্লামেন্ট অধিবেশনে প্রস্তাবিত মন্ত্রিসভার ১৯ জন সদস্যের নাম ঘোষণা করেন তিনি। তবে সোমবার থেকে মনোনীত প্রার্থীদের পর্যালোচনা শুরু হবে এবং পার্লামেন্টে এমপিদের আস্থা ভোটে পাস করলেই তাদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী পদে ৬১ বছর বয়সী কূটনীতিক আব্বাস আরাগচিকে বেছে নিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরান ও বিশ্বের পরাশক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় প্রধান আলোচক হিসেবে কাজ করেছেন। তিনি জাপান ও ফিনল্যান্ডে ইরানের রাষ্ট্রদূত এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ডেপুটি হিসেবেও কাজ করেছেন।

ফারজানে সাদেগকে সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। যদি পার্লামেন্টে আস্থা ভোটে পাস করে যান তাহলে ইসলামিক বিপ্লবের পর তিনিই হবেন ইরানের দ্বিতীয় নারী মন্ত্রী। এর আগে ২০০৯ সালে মারজিয়েহ ওয়াহিদ দাস্তজেরদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন পেজেশকিয়ান। নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা পার্লামেন্টে জমা দেয়ার জন্য তাকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছিল।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!