বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী ও হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন।
ঘটনায় অভিযোগ করা হয়েছে, ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে সাংবাদিকরা রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ যাচাইয়ের জন্য উপস্থিত হন। তখন তিনি কক্ষে না থাকায় স্বাস্থ্য কর্মকর্তার রুমে প্রবেশ করলে রেজোয়ান মাতুব্বর, তার মেয়ে ও প্রায় ৭-৮ জনের একটি বাহিনী সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা তিনজন সাংবাদিককে টানাহেঁচড়া ও লাঞ্ছিত করে, ক্যামেরা ছিনিয়ে নেন এবং কর্মকর্তার কক্ষে দীর্ঘক্ষণ অবরুদ্ধ রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহকে অবহিত করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
ঘটনায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গনেশ পাল বাদী হয়ে হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বর ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৬, তারিখ: ২৩.৯.২০২৫)।
অভিযোগ আছে, রেজোয়ান মাতুব্বর সাংবাদিকদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে ক্ষিপ্ত হয়ে লাঞ্ছিতের ঘটনা ঘটিয়েছেন। এর আগে তার মেয়ে মরিয়ম আক্তার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছিলেন (মামলা নং-১৫, তারিখ: ২১.৯.২০২৫)।
স্থানীয়রা জানাচ্ছেন, মাতুব্বর দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন পদে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। আউটসোর্সিংয়ে কর্মরত একজনকে চাকরিচ্যুত করে তার মেয়েকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উপর হামলা করেছেন।
ঘটনার নিন্দা জানিয়েছে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে