দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস এসএপিএস এর অ্যান্টি-কিডন্যাপিং টাস্ক টিম জোহানিজবার্গে এ অভিযান চালিয়ে জিম্বাবুয়ের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিনজন চীনা নাগরিক এবং দুইজন মোজাম্বিকের নাগরিক রয়েছেন।
রোববার ব্যবসায়ীর কর্মস্থলের কাছ থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। সোমবার বিকালে এসএপিএস এর অ্যান্টি-কিডন্যাপিং টাস্ক টিম এবং বিভিন্ন ইউনিট ও বেসরকারি নিরাপত্তা অংশীদারদের সহযোগিতায়, অপহৃত ব্যক্তিকে সোয়েটোর ডিপক্লুফে একটি ঠিকানা থেকে জীবিত এবং নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানের সময় প্রথমে গ্রিনস্টোন পার্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে আটজন এবং স্যান্ডটন থেকে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একাধিক স্পিড পয়েন্ট মেশিন, অপহৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলিত বিপুল পরিমাণ নগদ অর্থ, দুইটি আগ্নেয়াস্ত্র এবং ২০২৩ সালে লিন্ডেনে একটি বাড়ি ডাকাতির সময় চুরি হওয়া একটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকটি জিনিস জব্দ করা হয়েছে।
এসএপিএস সাম্প্রতিক সপ্তাহগুলিতে বেশ কয়েকটি অপহরণকারীকে আটক করেছে যারা ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। কমিউনিটিগুলোকে তাদের আশেপাশের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে রিপোর্ট করার জন্য উৎসাহিত করা হয়েছে। যাতে একসঙ্গে এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :