AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাইডেনকে টেক্কা দিচ্ছেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৫৭ পিএম, ২৩ জুন, ২০২৪
বাইডেনকে টেক্কা দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রচারাভিযানে ব্যয়ের জন্য তহবিল সংগ্রহে ক্রমশই এগিয়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই তহবিলে হাওয়া লাগে মূলত সম্প্রতি ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর। এরই মধ্যে এক ধনকুরেরই তার প্রচারণা ফান্ডে দান করেছেন ৫০ মিলিয়ন ডলার।

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ব্যবধান কমে আসছে বলে মনে করা হচ্ছে। তবে, কার ফান্ডে কত টাকা জমা পড়েছে, তা জানা যাবে আগামী মাসে। খবর নিউইয়র্ক টাইমস’র।

গত মে মাসে দেওয়া হিসাবে ৮১ মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করতে পেরেছিলেন ট্রাম্প। দোষী সাব্যস্ত হওয়ার পর আর্থিক সহায়তা বেড়ে যায় ট্রাম্পের। এতে ছাড়িয়ে যান বাইডেনকে। সেসময় বাইডেনের প্রচারাভিযান ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি যৌথভাবে ৮৫ মিলিয়ন সংগ্রহ করে।

এছাড়া ট্রাম্প ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির সংগ্রহে থাকে ১৪১ মিলিয়ন। তবে বাইডেনের প্রচারদল বলছে, চলতি জুনে দল ও বাইডেনের যৌথভাবে তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ২১২ মিলিয়ন ডলার।

গত বৃহস্পতিবার ফেডারেল নির্বাচন কমিশনের প্রকাশিত আংশিক তথ্যে দেখা যায়, দলের সঙ্গে ট্রাম্প যৌথভাবে অন্তত ১৭০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। সামগ্রিকভাবে, গত এপ্রিলের শুরুতে বাইডেনের সংগ্রহের চেয়ে ১০০ মিলিয়ন ডলার পিছিয়ে ছিলেন ট্রাম্প।

কিন্তু দুই মাসে তিনি সেই নগদ ঘাটতি অর্ধেক কমিয়ে ফেলেছেন। উভয় পক্ষের অর্থের সম্পূর্ণ হিসাব আগামী মাসে ফেডারেল ফাইলিংয়ে প্রকাশ করা হবে। তবে ট্রাম্পের তহবিল সংগ্রহ এবং এই বসন্তে বিজ্ঞাপনে বাইডেনের বড় ব্যয়ের কারণে দুই পক্ষের সংগ্রহ প্রায় সমান হবে বলে মনে হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!