পাকিস্তানে ঈদুল আজহার ছুটিতে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মানুষ। এর মধ্যে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ১ হাজার ২০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
শুধুমাত্র পেশোয়ারে ২৪ ঘণ্টায় পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন আক্রান্ত হওয়ার তথ্য জানা যায়। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়েছেন বলে জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম।
এছাড়া পশুর দ্বারা আক্রান্ত হয়ে এই হাসপাতালে অনেকে এসেছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :