১৬ জুন। আজ মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে ঈদুল আজহা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছেৎ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে রোববার উদ্যাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বিশ্বজুড়ে মুসলমানরা পশু কোরবানির মধ্যদিয়ে ঈদুল আজহা উদ্যাপন করছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রতি বছর আরবি মাস জিলহজ মাসে ঈদুল আজহা উদ্যাপন করা হয়ে থাকে। এটি ইসলামিক পঞ্জিকার সবশেষ মাস। এ মাসে সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করেন। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে কোরবানির ঈদ উদ্যাপন করেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, কুয়েত, ওমান ও ইরাক আজ (রোববার) ঈদুল আজহা উদযাপন করছেন।
এদিন মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারাও।
একুশে সংবাদ/স.টি./ এসএডি
আপনার মতামত লিখুন :