AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরাইলকে যুদ্ধবিরতি প্রস্তাব মানতে জর্ডান ও মিশরের আহবান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৪৯ পিএম, ১২ জুন, ২০২৪
ইসরাইলকে যুদ্ধবিরতি প্রস্তাব মানতে জর্ডান ও মিশরের আহবান

আংশিক নয়; স্থায়ী যুদ্ধবিরতির পাল্টা প্রস্তাব দিয়ে সিদ্ধান্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ওপর ছেড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন-হামাস ও ইসলামিক জিহাদ। আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মানতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে মিশর ও জর্ডান।

গাজায় বহু প্রত্যাশিত যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান উপেক্ষা করে মঙ্গলবারও ফিলিস্তিনে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। পশ্চিম তীরে জেনিনের কুফর দান গ্রামে গুলি করে ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার রাফা শহরেও চলছে নির্বিচার গোলাবর্ষণ। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া দিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। বলেছে, স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে হবে ইসরাইলকে।

এই প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। এদিকে, ইসরাইলকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানে যৌথ বিবৃতি দিয়েছে জর্ডানে ও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, দখলদার ইসরাইলকেই যুদ্ধবিরতি বাস্তবায়নের মূল দায়িত্ব নিতে হবে। তার মতে, জাতিসংঘ সাধারণ পরিষদ এবং আইসিসি‍‍`র সিদ্ধান্ত উপেক্ষা করে ইসরাইল আন্তর্জাতিক আহ্বানকে চ্যালেঞ্জের মুখে ফেলছে; অপমান করছে।

 একুশে সংবাদ/বা.ভি/হা.কা

 

 

Link copied!