তুরস্কের মধ্যাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (৪ জুন) এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, বিমানটি কায়সারি শহরের একটি সামরিক ঘাঁটি থেকে প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করার পর বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো অজানা।
তুর্কি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি কৃষিক্ষেত্রে বিমানটির অর্ধেক ধ্বংসপ্রাপ্ত অংশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এ ছাড়া আনাদোলু এজেন্সির ছবিতে অগ্নিনির্বাপণকর্মী, উদ্ধারকারী ও পুলিশ সদস্যদের ঘটনাস্থলে কাজ করতে দেখা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্সে লিখেছেন, ‘আমি আমাদের শহীদদের পরিবার, আমাদের বীর সেনা ও আমাদের জাতির প্রতি সমবেদনা প্রকাশ করছি।
একুশে সংবাদ/কা.ক/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

