ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বুজবি হঠাৎ পদত্যাগ করেছেন। জনপ্রিয় মার্কিন সংবাদমাধ্যমটির ১৪৪ বছরের ইতিহাসে প্রথম নারী নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।
প্রকাশক ও সিইও উইলিয়াম লুইস চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন পোস্টের দায়িত্ব নেন। তার দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত নেয়া পদক্ষেপের মধ্যে এটিই সবচেয়ে বড়। তবে, বুজবি কী কারণে পদত্যাগ করেছেন, তা জানা যায়নি।
ওয়াশিংটন পোস্ট তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক এডিটর-ইন-চিফ ম্যাট মারে বুজেবির স্থলাভিষিক্ত হবেন।
ওয়াশিংটন পোস্টের ১৪৪ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক ছিলেন বুজেবি। অ্যাসোসিয়েটেড প্রেসে তিন দশকেরও বেশি সময় থাকার পর ২০২১ সালে সংবাদপত্রটিতে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। বুজবির নেতৃত্বে ওয়াশিংটন পোস্ট এ পর্যন্ত ছয়টি পুলিৎজার পুরস্কার জিতেছে। তার মধ্যে তিনটিই গত মাসে পেয়েছে সংবাদমাধ্যমটি।
একুশে সংবাদ/ও.পো/ হা.কা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

