কানাডায় ভারতীয় এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির সাউথ ভ্যানকুভারে একটি গাড়ির ভেতরে তাকে গুলি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ছাত্রের নাম চিরাগ অন্তিল, বয়স ২৪ বছর। গুলির শব্দের পর প্রতিবেশীরা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
এক বিবৃতিতে ভ্যানকুভার পুলিশ জানায়, ১২ এপ্রিল স্থানীয় সময় রাত ১১টার দিকে গুলির আওয়াজ পান স্থানীয়রা। তারপর তারা পুলিশকে খবর দেন। তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
কংগ্রেসের ছাত্রসংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার প্রধান বরুণ চৌধুরী এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে যেন ওই শিক্ষার্থীর পরিবারকে সহায়তা করা হয়। তিনি বলেন, চিরাগ অন্তিলের হত্যাকাণ্ড নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

