গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা ২১ ও ২২ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (ইসনাফ) এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। এতে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মুহাম্মদ মামুনুর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ খামারবাড়ি, গোপালগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ আবুল বাশার মিয়া, উপজেলা কৃষি অফিসার দোলন রায়, অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস এবং অন্যান্য কর্মকর্তা।
বক্তারা বলেন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে নিরাপদ সবজি উৎপাদন এবং পরিবারে পুষ্টি অভাব পূরণ সম্ভব।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জন কৃষক-কৃষাণীর মধ্যে সম্মানি ও প্রণোদনা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে