সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রশাসনের উদ্যোগে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় বক্তব্য রাখেন— মধ্যনগর থানার এসআই নাজমুল, এনএসআই প্রীতম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার, মধ্যনগর জামায়াতের সভাপতি আবু তাহের, হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আঃ হালিম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
সভায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় রোধ এবং সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান নিয়ন্ত্রণ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
পরিশেষে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা করতে সমাজের সচেতন অংশ ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা অপরিহার্য। মাদক, জুয়া ও অপরাধের তথ্য প্রশাসনকে জানাতে সকলের সহায়তা প্রয়োজন।”
এছাড়া সভার পর তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় এবং জাতীয় সড়ক দিবস উপলক্ষে দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক প্রচারণা এর অংশ হিসেবে একটি র্যালি আয়োজন করা হয়।
একুশে সংবাদ/এ.জে