নওগাঁর মান্দা উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত পাতা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিচ কুলিহার গ্রামে। আহতরা হলেন— উজ্জল হোসেন (৩৮), পাতা বেগম (৪৫), শাহাদুল ইসলাম (৫০), শাহিন (৪০) ও শামিফুল বেগম (৫০)।
ভুক্তভোগী শাহাদুল ইসলাম অভিযোগ করেছেন, পারিবারিক জমি নিয়ে প্রতিবেশী বাবুল হোসেন ওরফে বাবু, সাহেব আলী, মকিমসহ ৮ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়ির পাশে প্রবেশ করে গাছ কাটতে শুরু করে। বাধা দিলে তারা হামলা চালায়। বাবু চাইনিজ কুড়াল দিয়ে উজ্জল হোসেনের মাথায় আঘাত করেন এবং সাহেব আলী লোহার রড দিয়ে পাতা বেগমকে আঘাত করেন। পরে পরিবারের অন্য সদস্যদেরও পিটিয়ে জখম করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত পাতা বেগমকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়। ঘটনাস্থলে আরও কয়েকজন নারী এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে