অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির একটি শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জন নিহত ও আরও কয়েক জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে।
নিউ সাউথ পুলিশ এক বিবৃতিতে জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে।
ভিডিও ফুটেজে ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং অ্যাম্বুলেন্স দেখা গেছে। সোশ্যাল মিডিয়ার শেয়ার করা ছবিতে একাধিক হতাহতের পাশাপাশি একজন লোককে একটি বড় ছুরি বহন করতে দেখা গেছে।
হামলাকারী একজন পুরুষ এবং তাকে থামাতে পুলিশকে গুলি করতে হয়েছে। সে এখনও বেঁচে আছে কি না নিশ্চিত নয়।
শপিং মলটির অবস্থান সিডনির ওয়েস্টফিল্ড এলাকা। হামলা ঘটার পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখার পদক্ষেপ নিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :