বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবর বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই রয়টার্স, বিবিসি, আল জাজিরা, সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড, দ্য গার্ডিয়ানসহ শীর্ষ সংবাদমাধ্যমগুলো খবরটি প্রকাশ করে। পাশাপাশি ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমও রায়টি প্রধান শিরোনামে তুলে ধরে।
জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
মামলার দুই নম্বর অভিযোগে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়; প্রথম অভিযোগে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড।
রায়ে ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। একই মামলায় আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা কমানো হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ৪৫৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ শুরু করে ট্রাইব্যুনাল।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

