AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ বাসচালক পারভেজ খানের মৃত্যু


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৪:০৯ পিএম, ১৭ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ বাসচালক পারভেজ খানের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ বাসচালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনকারী বাসের চালক ছিলেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে স্কুলবাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসেই ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান মারাত্মকভাবে দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিবালয় থানার ওসি আমান উল্লাহ বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাসচালক যেহেতু মারা গেছেন, তাই মামলায় এখন হত্যার ধারা যুক্ত করে আদালতে পাঠানো হবে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!