AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সম্পর্ক তলানিতে থাকা সত্ত্বেও চলে গোপন তালিকা বিনিময়


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫৪ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
সম্পর্ক তলানিতে থাকা সত্ত্বেও চলে গোপন তালিকা বিনিময়

দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। নতুন বছরের প্রথম দিনে দেশ ২টি নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে। সংঘাত ও সংঘর্ষের ঘটনার মধ্যেও এসব স্থাপনায় আক্রমণ করা যাবে না, বলে প্রতিশ্রুতি দেয় পারমাণবিক শক্তিধর এই দুই দেশ।

দেশ ২ টির সম্পর্ক সবচেয়ে তলানিতে থাকা সত্ত্বেও ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত প্রতিবছরের প্রথম দিনে এমন রীতি মেনে আসছে দু‍‍`দেশ। খবর হিন্দুস্তান টাইমস।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১ জানুয়ারি) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘ ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর সই হওয়া সেই পুরোনো চুক্তির আওতায় ইসলামাবাদে ভারতীয় মিশনের কাছে পারমাণবিক স্থাপনার একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে নয়াদিল্লিতে পাকিস্তানি মিশনের কাছেও এ ধরনের তালিকা দিয়েছে ভারত।

চুক্তি অনুযায়ী এই অতিগুরুত্বপূর্ণ এই তালিকাটি প্রতি বছর ১ জানুয়ারি আদান-প্রদান করা হয়। চুক্তি সইয়ের চার বছর পর ১৯৯২ সাল থেকে এটি কার্যকর হয়।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!