AB Bank
ঢাকা শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিল্লিতে রেড অ্যালার্ট জারি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৭ এএম, ২৯ ডিসেম্বর, ২০২৩
দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্য কুয়াশায় ঢাকা পড়েছে। এতে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতে ফের ফ্লাইট বিলম্বেরও হিড়িক পড়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিল্লি বিমানবন্দরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইট বিলম্বিত হয়। এরপর আরও ৭১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

একই চিত্র দেখা গেছে দিল্লি রেলওয়ে স্টেশনে। সেখানে অন্তত ২২টি ট্রেন ছাড়তে দেরি করেছে। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

এর আগে বুধবারও দিল্লি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে মোট ১১৫টি প্লেনের ওঠানামায় দেরি হয়। প্রভাব পড়ে দূরপাল্লার ট্রেনগুলোর ওপর।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে দিল্লির স্কোর ৩৫৬, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আগামী দুই দিনে এই অবস্থার আরও অবনতি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাতাসের মান ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে বাতাসের মান থাকলে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০ এর মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!