AB Bank
ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে একদিনে ৩০ এমপি ‘বরখাস্ত’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫০ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৩
ভারতে একদিনে ৩০ এমপি ‘বরখাস্ত’

চলতি শীতকালীন অধিবেশনে লোকসভা থেকে ৩০ এমপিকে বরখাস্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে লোকসভার শীতকালীন অধিবেশন। জানা গিয়েছে, সোমবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত চলা শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন না তারা।  

পার্লামেন্টের ভেতরে প্ল্যাকার্ড দেখানোর কারণে এসব এমপিদের সাময়িক বরখাস্ত করা হলো। গত সপ্তাহে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিতে পার্লামেন্টে (লোকসভা) বিরোধীদের বিক্ষোভ শুরু হয়। এর জেরে স্পিকার ওম বিড়লা তাদের সাময়িক বরখাস্ত করেন।

ভারতের সংবাদমাধ্যম বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী এমপিরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। প্রথমে দুপুর ২টা ৪৫ মিনিট, পরে তিনটা পর্যন্ত সভার কার্যক্রম মুলতুবি করে দেন স্পিকার। তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ৩০ সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৯ জন রয়েছেন।

এর আগে সম্প্রতি ১৩ এমপিকে পার্লামেন্ট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই তালিকায় ছিলেন কংগ্রেসের ৯ জন। ওই সময়ও পার্লামেন্টের ভেতরে প্ল্যাকার্ড দেখানো ও আপত্তিকর শব্দ ব্যবহার করার কারণে এই সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা।

এর আগে গত ১৩ ডিসেম্বর ভারতের লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালে ঘটে তুলকালাম কাণ্ড। ভারতের পার্লামেন্টের দর্শক সারি থেকে ঝাঁপ দেন দুই যুবক। এরপর জুতা থেকে বের করে বিশেষ রাসায়নিক স্প্রে করে চারদিক ধোঁয়ায় ভরিয়ে দেন তারা। এ ঘটনায় বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করেন।  

এরপর রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে কথা বলেন। তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি করেন। তবে অমিত শাহের বক্তব্য না পাওয়ায় সোমবার পার্লামেন্টে সরকারবিরোধী প্ল্যাকার্ড নিয়ে হাজির হন বিরোধীরা। এক সময় সেগুলো দেখাতে থাকেন তারা।


একুশে সংবাদ/এএইচবি/জাহা 

Link copied!