দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে দখলদার ইসরায়েলের চালানো বিমান ও স্থল অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো গাজা। দিন যত যাচ্ছে ততই মানবিক সংকট আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এমন পরিস্থিতিতে দেখা দিয়েছে তীব্র খাবার সংকট।
ক্ষুধার যন্ত্রণায় কাতরানো ফিলিস্তিনিরা রোববার (১৭ ডিসেম্বর) ত্রাণবাহী ট্রাক থেকে খাবার ছিনিয়ে নিয়েছে। গতকাল মিশর সীমান্তের কাছে গাজার রাফাহ এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রাণবাহী ট্রাকটি রাফাহ সীমান্ত দিয়ে প্রবেশের পরই তার উপর হামলে পড়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এ সময় তাদেরকে থামানোর জন্য এগিয়ে আসলেও কোনো কাজ হয়নি। ভিডিও ফুটেজে দেখা যায় ফিলিস্তিনিরা দৌড়ে এসে ট্রাকে ওঠে খাবারের প্যাকেটগুলো ছিনিয়ে নিচ্ছে।
কিছু ট্রাক লাঠিবাহী মুখোশধারীদের পাহারা দিতে দেখা গেছে। রাফাহ সীমান্তে দায়িত্ব পালন করা আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, রাফাহ সীমান্তের আবাসিক এলাকায় মানবিক অবস্থা চরমে। এ ছাড়া বাস্তুচ্যুত হওয়া ১০ লাখ ফিলিস্তিনিদের অবস্থা আরও শোচনীয়। এখানে ক্ষুধা এবং তৃষ্ণা এখন নৃত্যসঙ্গী।
তিনি আরও বলেন, গাজায় যে আকারে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে তা খুবই অপ্রতুল। কারণ ফিলিস্তিনিদের এখন খাবার, পানি, বাসস্থান এবং মেডিকেল চিকিৎসা ছাড়াই বসবাস করতে হচ্ছে।
চলতি সপ্তাহে জাতিসংঘ সতর্ক করেছে, গাজার মানুষ খাদ্যের জন্য মরিয়া হয়ে উঠেছে। সেখানে ট্রাক প্রবেশ করলেই তারা তা থামিয়ে দিচ্ছে এবং সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

