পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। পাকিস্তানি তালেবানের সঙ্গে জড়িত জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, হামলায় নিহতদের মধ্যে অনেকেই ঘুমন্ত অবস্থায় এবং বেসামরিক পোশাকে ছিল। তাই এখনও নিশ্চিত হওয়া যায়নি যে নিহতদের সবাই সামরিক কর্মী কিনা।
পাকিস্তান তালেবানের সঙ্গে সম্পৃক্ত নতুন গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, রাত আড়াইটার দিকে তারা আত্মঘাতী এ হামলা চালায়। তবে পাকিস্তান সেনাবাহিনী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যমগুলো। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এ হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্য নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
এছাড়া জিও নিউজ বলছে, হামলায় নিহত হয়েছেন তিন জন এবং আহত হয়েছেন ১৬ জন।
একুশে সংবাদ/ব.আ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

