পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল)–কে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায় উপলক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশসহ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
গত রোববার গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি—রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম—এর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল। অন্যান্য আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনে অংশ নেননি।
দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তি—জীবন কারাদণ্ড—প্রত্যাশা করেছিলেন তারা। তবে খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান দাবি করেন, তার ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
পূর্বাচলের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে দুদক পৃথক ৬টি মামলা করে। এতে শেখ হাসিনা, তার সন্তান জয় ও পুতুল ছাড়াও শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব, আজমিনা সিদ্দিকসহ অসংখ্য ব্যক্তি ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।
রাজউক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এবং প্রশাসনের বিভিন্ন স্তরের ৩০ জনের বেশি কর্মকর্তা এসব মামলার আসামি।
১৪ জানুয়ারি প্রথম মামলাটি করে দুদক।১০ মার্চ ও ২৪ মার্চ পর্যায়ক্রমে তিনটি মামলার অভিযোগপত্র আদালতে জমা পড়ে।তদন্তে দেখা যায়, প্রধানমন্ত্রী পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ‘অযোগ্য হয়েও’ পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠার প্লট নেন—যা আইনের স্পষ্ট লঙ্ঘন।
দুদকের অভিযোগ—ক্ষমতার অপব্যবহার করে বিশেষ সুবিধায় প্লট বরাদ্দ নিশ্চিত করা হয়েছিল।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

