ময়মনসিংহ শহরের পাটগুদাম বীজ মোড়ে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন যুবদল কর্মী রেদুয়ান জাহান রিয়াদ (২৮)। পরিবারের দাবি, তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।
পুলিশের ভাষ্য, রিয়াদ দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিলেন এবং সম্প্রতি তার সহকারীদের সঙ্গে ব্যবসায়িক বিরোধ চরমে উঠেছিল। নিহত রিয়াদ নগরীর পাটগুদাম এলাকার এসডিজি ভবনে থাকতেন। তার বাবা মো. সাইদুল হক টিসিবির কর্মচারী এবং মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের সামনে রিয়াদের ওপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার হাঁটুর ওপরে আঘাত করে। গুরুতর জখম হওয়ার পর রিয়াদ দৌড়ে পুলিশ বক্সের ভেতরে ঢুকে দরজা আটকে দেন।
কিন্তু তিনি দীর্ঘক্ষণ রক্তক্ষরণ অবস্থায় পড়ে থাকলেও আশপাশের কেউ উদ্ধার করতে এগিয়ে আসেননি। পরে স্বজনরা খবর পেয়ে তাকে হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৫টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইনছান বলেন,“রিয়াদ যুবদলের সক্রিয় কর্মী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,“রিয়াদ দীর্ঘদিন ইয়াবা কারবারে সক্রিয় ছিল। সম্প্রতি তার পার্টনারদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এর জেরেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। সময়মতো হাসপাতালে নিলে হয়তো অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতো না।”
তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
নিহতের বাবা সাইদুল হক বলেন,“ছুরিকাঘাতের পর কেউ আমার ছেলেকে উদ্ধার করেনি। আমরা নিজেরাই হাসপাতালে নিয়ে যাই। এখনো জানি না কারা বা কেন আমার ছেলেকে হত্যা করেছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

