ইসরায়েলের দিক থেকে ছোড়া ট্যাংকের গোলার আঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত ও আরও ছয় সাংবাদিক আহত হয়েছেন।
গত ১৩ অক্টোবর সাংবাদিকরা লেবাননের সীমান্ত গ্রাম আলমা আল-চাবের কাছে জড়ো হয়ে আশেপাশের এলাকার ভিডিও ধারণ করার জন্য গেলে সেখানে হামলাটি সংঘটিত হয়। ওই এলাকায় সেসময় ইসরায়েলের সেনাবাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ হচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি প্রত্যেকে দক্ষিণ লেবাননে গত অক্টোবরে সংঘটিত এই হামলার তদন্ত প্রকাশ করেছে। তাদের অনুসন্ধানে জানানো হয় যে, ইসরায়েলি ট্যাংকের গোলা এই দলটিকে আঘাত করেছিল।
রয়টার্সের প্রধান সম্পাদক আলেসান্দা গ্যালোনি এক বিবৃতিতে বলেন, আমরা ইসাম হত্যার নিন্দা জানাই। আমরা ইসরায়েলকে এটি কীভাবে ঘটেছে তার ব্যাখ্যা এবং বাকি সাংবাদিকদের আহত করারর জন্য দায়ীদের জবাবদিহি করতে আহ্বান জানাই। ইসাম একজন উজ্জ্বল ও আবেগপ্রবণ সাংবাদিক ছিলেন। তিনি রয়টার্সে সকলের অনেক প্রিয় ছিলেন।
আহত সাংবাদিকদের মধ্যে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিও আছেন।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেক্টকে বলেছেন, আমরা সাংবাদিকদের লক্ষ্যবস্তু করি না।
এএফপি গ্লোবাল নিউজ ডিরেক্টর ফিল চেটউইন্ড ইসরায়েলকে কী ঘটেছে তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে হামলার বিষয়টি যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করা উচিত।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

