AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৮ এএম, ৫ নভেম্বর, ২০২৫

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। এর ফলে শহরটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেছেন। গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধারার রাজনীতিক হিসেবে পরিচিত মামদানি পূর্বে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতেও দায়িত্ব পালন করেছেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজারের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া শহরটির ইতিহাসে সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড।

নির্বাচন চলাকালে জীবনযাত্রার ব্যয় কমানো, বাসস্থান সংকট সমাধান ও জনসেবার বিস্তারে জোর দেন মামদানি। তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম বড় আকারের নির্বাচন— যেখানে একজন মুসলিম প্রার্থী প্রবল ডানপন্থি রাজনৈতিক পরিবেশে জিতে নতুন অধ্যায় রচনা করলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!