AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দরদ দেখাতে গিয়ে উল্টো তোপের মুখে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৫ এএম, ১ ডিসেম্বর, ২০২৩
দরদ দেখাতে গিয়ে উল্টো তোপের মুখে

গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার কারণে দেশ-বিদেশে প্রচণ্ড চাপের মুখে পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় গাজা সীমান্তবর্তী ইসরাইলি বাসিন্দাদের তোপের মুখে পড়েছেন তিনি। সংবাদমাধ্যম হারেৎজ ও টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে।

হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত শুরুর আগে থেকেই বিচার ব্যব্স্থা সংস্কারসহ নানা ইস্যুতে দেশ এবং বিদেশে সমালোচনায় জর্জরিত ইসরাইলের উগ্র ডানপন্থি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের ভয়াবহ হামলার পর সমালোচনার তীরে আরও বেশি বিদ্ধ হন তিনি। এবার নিজ দেশের মানুষের কাছেই রীতিমতো অপমানিত হলেন নেতানিয়াহু।

বুধবার (২৯ নভেম্বর) গাজা সীমান্তবর্তী ইসরাইলি এলাকা পরিদর্শনে যান তিনি। এসময় আঞ্চলিক কাউন্সিলের প্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার ক্ষয়ক্ষতির খোঁজ নেন। এসময় প্রত্যেক বসতির দুই থেকে তিনজনকে আমন্ত্রণ জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

তবে বে‍‍`রি, নির‍‍`ওজসহ কয়েকটি বসতির বাসিন্দারা নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। এ তালিকায় রয়েছে কারমিয়া, মেফালসিম, জিকিম, নেতিভ হাসারা, ইয়াদ মোরদেচাই বসতিও। এসব বসতির নেতা বা কোনো প্রতিনিধি দেখাও করেননি ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে।

তারা অভিযোগ করেন, নেতানিয়াহু প্রশাসনের ব্যার্থতার কারণেই ৭ অক্টোবরের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। নিহত এবং অপহরণের শিকার হতে হয়েছে অনেক বাসিন্দাকে। এসব ব্যর্থতার জন্য শুধু কয়েকজনের সঙ্গে নয় বরং পুরো বসতির কাছে নেতানিয়াহুকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তারা।

এছাড়া যারা তার সঙ্গে দেখা করেছেন, তারাও ইসরাইলি প্রশাসনের তীব্র সমালোচনা করেন।

তবে অনেক এলাকার বাসিন্দা ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করলেও, সেসব স্থানে সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু।

এর আগে, সোমবার (২৭ নভেম্বর) মার্কিন ধনকুবের ইলন মাস্ককে হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখান তিনি।


একুশে সংবাদ/এসআর

Link copied!