ইউক্রেনে নিজেদের পোঁতা মাইন বিস্ফোরণে রাশিয়ার সামরিক বাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি (৪৫)।
শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহত হওয়ার ঘটনাটি সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও কিছু জানায়নি এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য রয়েছে।
এদিকে নিহত সেনা কর্মকর্তার স্বজনেরা এ নিয়ে প্রকাশ্যে কথা বলার পরেও মৃত্যুর কথা উল্লেখ করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে খবরে বলা হয়েছে মেজর জেনারেল জাভাদস্কি গত বুধবার বিকেলে নিহত হয়েছেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা স্পষ্ট জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, ওই সেনা কর্মকর্তার ইউনিট ঘটনার সময় খেরসন অঞ্চলে ছিল। তাঁর বর্তমান পোস্টিংয়ের আগে মস্কোর বাইরে অবস্থিত অভিজাত কান্তেমিরোভস্কায়া ট্যাঙ্ক বিভাগের কমান্ডার ছিলেন তিনি।
মেজর জেনারেল জাভাদস্কির মৃত্যুর খবর নিশ্চিত হলে তিনি হবেন সপ্তম রাশিয়ান জেনারেল যিনি ইউক্রেনে চলমান সংঘাতে নিহত হলেন। এর আগে যুদ্ধ শুরুর প্রথম চার মাসে চার জেনারেল এবং চলতি বছরের গ্রীষ্মে আরও দুজন রুশ জেনারেল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কিছুদিন আগে লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলে বার্দিয়ানস্কে রুশ সামরিক কমান্ডারদের থাকার হোটেলে হামলার ঘটনায় নিহত হন।
অবশ্য ইউক্রেনীয় সূত্রগুলোর দাবি, রাশিয়ান জেনারেলদের আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের মধ্যে অন্তত তিনজন এখনও জীবিত রয়েছেন বলে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে কমপক্ষে ছয়জন রাশিয়ান জেনারেল মারা গেছেন। জাভাদস্কির মৃত্যুর খবর নিশ্চিত হলে, তিনি হবেন সপ্তম রাশিয়ান জেনারেল যিনি সংঘাতে মারা গেছেন।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

