AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কানাডিয়ান পার্লামেন্টে বাংলাদেশের ভূয়সী প্রশংসা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৪১ পিএম, ৯ নভেম্বর, ২০২৩

কানাডিয়ান পার্লামেন্টে বাংলাদেশের ভূয়সী প্রশংসা

কানাডার পার্লামেন্টে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন দেশটির অটোয়ার অন্টারিও নেপিয়ান অঞ্চলের এমপি চন্দ্র আরিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেন তিনি।

স্পিকারের উদ্দেশে চন্দ্র আরিয়া বলেন, ‘গত গ্রীষ্মে আমি বাংলাদেশ সফরে গিয়েছিলাম। সেখানে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি বিভিন্ন হিন্দু মন্দির, বৌদ্ধ মঠ ও গির্জা পরিদর্শন ছাড়াও সংখ্যালঘু বহু ধর্মীয় নেতার সঙ্গে দেখা করেছি। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গেও আমার সাক্ষাৎ হয়েছে।’

তিনি বলেন, স্থিতিশীলতা ও অর্থনৈতিক নীতিমালা ঠিক রেখে গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতির দারুণ উন্নয়ন ঘটেছে। যার ফলে দেশটির লাখ লাখ নাগরিক দারিদ্র্যসীমা থেকে বের হয়ে এসেছে।

চন্দ্র আরিয়া বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো খাতে বৈদেশিক বিনিয়োগ দেশটির অর্থনীতিকে আরও বেশি চাঙ্গা করে তুলেছে এবং নাগরিকদের জন্য চাকরির বিভিন্ন সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, ‘আমি এই গুরুত্বপূর্ণ সময়ে কানাডাকে পশ্চিমা গণতন্ত্রের নীতি অনুসারে বাংলাদেশকে প্রয়োজনীয় সমর্থন দেয়ার আহবান জানচ্ছি, যাতে দেশটি ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারে। এছাড়াও বাংলাদেশের আরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এই সমর্থন প্রয়োজন।’

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Shwapno
Link copied!