গাজায় এবার অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবারের (৩ নভেম্বর) এ হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। এ হামলায় জাতিসংঘের মহাসচিব ‘আতঙ্কিত’ বোধ করছেন।
শনিবার (৪ নভেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি বিবৃতি প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বিবৃতিতে গুতেরেসে বলেন, আল-শিফা হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্স বহরে হামলায় আমি আতঙ্কিত। হাসপাতালের বাইরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের চিত্রগুলি হতাশাজনক। তিনি আরও বলেন, যে কোন অবস্থায় এ সংঘাত ‘বন্ধ করতে হবে’।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার গাজার আল-শিফা হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম হামলাটি হয়েছে গাজা সিটিতে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন।
আশরাফ আল-কুদরা আরও বলেন, অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।
ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছিলেন। তবে এমন অভিযোগ প্রত্যাক্যান করেছেন আশরাফ আল-কুদরা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :