বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্য দেন ভালাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল ইসলাম সাঁই, সহ-সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক রওশন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক খলিলুর রহমান ও প্রচার সম্পাদক সালেহ আহমেদ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনিছার রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য রেজাউল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি এমাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

