AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামাসকে নিয়ে যা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৫৬ পিএম, ১৭ অক্টোবর, ২০২৩

হামাসকে নিয়ে যা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত হামাসের কর্মকাণ্ড ও নীতি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

রোববার (১৫ অক্টোবর) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপে এমন মন্তব্য করেন তিনি। তবে এ খবর প্রকাশের পরপরই আব্বাসের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হামাস।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে টেলিফোনে কথা বলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এসময় তিনি বলেন, ‘হামাসের কর্মকাণ্ড ও নীতি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না।’ একইসঙ্গে নিজের দল পিএলওকে সেখানকার জনগণের ‘বৈধ’ ও ‘একমাত্র প্রতিনিধি’ হিসেবে দাবি করেছেন তিনি।

এছাড়াও ফোনালাপে উভয় পক্ষের বেসামরিক নাগরিক এবং আটকদের মুক্তির আহ্বান জানান মাহমুদ আব্বাস। 

তার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আব্বাসের এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানায় তারা।

এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্টের এমন বক্তব্যর পর এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। সংঘাতের প্রথম থেকেই চুপ থাকার পর বাইডেনের সঙ্গে ফোনালাপ হয় তার। সেই ফোনালাপের রেশ ধরেই আব্বাস এমন মন্তব্য করেছেন কি না, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

একুশে সংবাদ/এসআর
 

Shwapno
Link copied!