যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলকে অব্যাহতভাবে সহযোগিতার কথা জানিয়েছেন। তেল আবিব সফর করে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গাজার বিরুদ্ধে ইসরায়েলের নিজস্ব পদক্ষেপের প্রশংসা করেন। বলেন, ‘যতিদন আমেরিকা থাকতে ততদিন আপনি (ইসরায়েল) একা নন।’
তিনি আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই আত্মরক্ষামূলক প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রাখতে হবে।
এদিকে হামাসের হামলার পর গাজা অবরুদ্ধ করে হামলা চালাচ্ছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে- পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, জিম্মিদের ছেড়ে না দেওয়া পর্যন্ত তারা গাজায় পানি, বিদ্যু ও জ্বালানি সরবরাহ করবে না।
গত শনিবার ইসরায়েল ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে। জিম্মি করা হয়েছে ১৫০ জনকে। হামাসের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার মানুষ।
বিদ্যুৎ না থাকার কারণে গাজায় হাসপাতালের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে, সদ্যজাত শিশুকে ইনকিউবেটরে রাখা যাচ্ছে না, রোগীদের অক্সিজেন সাপোর্ট দেওয়া যাচ্ছে না, কিডনি ডায়ালাইসিস বন্ধ রয়েছে এবং এক্সে করা যাচ্ছে না। সূত্র: বিবিসি
একুশে সংবাদ/এসআর
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
