AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় শীতের আমেজ, ব্যস্ত হাতে তৈরি হচ্ছে লেপ-তোশক


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৬:৩৪ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

ভাঙ্গুড়ায় শীতের আমেজ, ব্যস্ত হাতে তৈরি হচ্ছে লেপ-তোশক

উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলাজুড়ে এখন মৃদু শীতের আমেজ। সেই সঙ্গে শুরু হয়েছে লেপ-তোশক তৈরির ধুম। কারিগররা দিন-রাত সুঁই-সুতা ও তুলার কাজে ব্যস্ত সময় পার করছেন। শীত পুরোপুরি নামার আগেই দোকানগুলোতে নতুন লেপ ও তোশক সাজিয়ে রাখা হচ্ছে ক্রেতাদের আকর্ষণ করতে।

স্থানীয়রা জানান, শীতের আগমনে আগেভাগেই লেপ-তোশক বানানোর উৎসব শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার লেপ-তোশকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। অন্যদিকে, মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত পরিবারগুলো কম্বল কিনতে ভিড় করছেন উপজেলার বড় বড় কাপড়ের দোকানগুলোতে। তবে তুলা, কাপড়, ফোম ও শ্রমিকের মজুরি—সব মিলিয়ে এবার খরচ বেড়েছে গত বছরের তুলনায় কিছুটা বেশি।

উপজেলার শরৎনগর ও ভাঙ্গুড়া বাজারের বিভিন্ন দোকানের মালিক ও বানিয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিক মুনাফা ও বিক্রির আশায় কারিগর ও ব্যবসায়ীরা দিন-রাত পরিশ্রম করছেন। শীত যত এগিয়ে আসছে, কাজের ব্যস্ততাও তত বাড়ছে।

শরৎনগর বাজারের লেপ-তোশক তৈরির কারিগর রতন আলী জানান, “পুরো বছরের চেয়ে শীতের মৌসুমেই বেচাকেনা বেশি হয়। শীত পড়ার আগেই মানুষ লেপ-তোশক বানাতে শুরু করেছে। আমরাও এখন ভীষণ ব্যস্ত। শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজও বাড়বে, আয়-রোজগারও ভালো হবে বলে আশা করছি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!