AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আটলান্টিকে পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪৯ পিএম, ১১ অক্টোবর, ২০২৩
আটলান্টিকে পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ

আটলান্টিকে সমুদ্রের তলদেশ থেকে ডুবোযান (সাবমরসিবল) টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রকৌশলীরা। একই সঙ্গে টাইটানে আরোহীদের অনুমিত দেহাবশেষও উদ্ধার করেছেন তারা।

 

মার্কিন কোস্টগার্ডের বরাত দিয়ে বুধবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

 

গত ১৮ জুন আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য রওনা দিয়ে বিপর্যয়কর অন্তর্মুখী চাপে টাইটান ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। দুর্ভাগ্যজনিত কারণে ডুবোযানটি বিস্ফোরণ হলে পাঁচ আরোহীরই মৃত্যু হয়। একই সঙ্গে অন্তর্মুখী চাপের কারণে ভেঙে টুকরো টুকরো হয় ডুবোযানটি।

 

নিহতরা হলেন- ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ, ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ফ্রান্সের নৌবাহিনীর সাবেক সদস্য পল অরি নাজোলে।

 

সাগরপৃষ্ঠ থেকে তলদেশের উদ্দেশে যাত্রা শুরুর পৌনে দুই ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে ডুবোযানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে এর সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ ঘটনা সারা বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করে।

 

পাঁচ দিনের মাথায় টাইটানিকের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার কথা জানান উদ্ধারকারীরা। তখন টাইটানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধারও করা হয়।

 

এবার টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষও উদ্ধারের কথা জানানো হলো। দুর্ঘটনার পরবর্তী তদন্তকাজ এগিয়ে নিতে এই ধ্বংসাবশেষ বেশ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

 

Link copied!