AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তৃতীয় দিনের মতো আদালতে অভিযোগ অস্বীকার ট্রাম্পের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৩ এএম, ৫ অক্টোবর, ২০২৩

তৃতীয় দিনের মতো আদালতে  অভিযোগ অস্বীকার ট্রাম্পের

সম্পত্তি জালিয়াতি মামলায় বুধবার (৪ অক্টোবর) টানা তৃতীয় দিনের মতো আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার ছেলে এরিকও সঙ্গে ছিলেন। এর আগে, সোমবার (২ অক্টোবর) ও মঙ্গলবারও (৩ অক্টোবর) শুনানিতে অংশ নেন ট্রাম্প।

 

সম্পত্তির পরিমাণ নিয়ে জালিয়াতি কোনো অপরাধমূলক মামলা নয়, সিভিল মামলা। এতে সশরীরে হাজিরা না দিলেও চলে। কিন্তু টানা তৃতীয় দিনের মতো নিউইয়র্কের আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

২৫০ মিলিয়ন ডলার জরিমানা ও ট্রাম্পের নিজ অঙ্গরাজ্যে ব্যবসার করার ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটেশিয়া জেমস। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মামলায় বিবাদি করা হয়েছে তার দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক এবং ট্রাম্প অর্গানাইজেশনকে। 

তবে শুনানিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। আদালতের সামনে সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল লেটেশিয়ার সমালোচনাও করেন তিনি।

 

যদিও অ্যাটর্নি জেনারেল লেটেশিয়া জেমস বলেছেন, তার সমালোচনা করে ট্রাম্পর কোনো লাভ হবে না। এতে উত্যক্ত হবেন না জানিয়ে তিনি বলেন, ‘আইন তার নিজের পথেই চলবে’।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের একজন ক্লার্ককে আক্রমণ করে মন্তব্য করায় ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছেন বিচারক আর্থার এনগোরন। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে জরিমানা নয়, সরাসরি কারাগারে পাঠানো হবে বলে ট্রাম্পকে সতর্ক করেন তিনি।

বুধবার মধ্যাহ্ন ভোজের বিরতির সময় আদালত ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি তার ব্যক্তিগত বিমানে করে ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করেন।

 

 

একুশে সংবাদ/স.টি/না.স

Link copied!