ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিবরণ এখনো জানা যায়নি।
এদিকে, দখলদার ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা গাজার প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
এদিকে তেল আবিব এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলা বৃদ্ধির কারণে ইসরাইল আতঙ্কে রয়েছে। এ কারণে গাজায় ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।
গাজার প্রতিরোধ যোদ্ধাদের একটি সূত্র বলছে, ইসলামি প্রতিরোধ আন্দোলনের কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার পর পর্যবেক্ষণ টাওয়ারগুলো থেকে আপাতত সরে এসেছে প্রতিরোধ যোদ্ধারা।
উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইল যখনি আতঙ্কে থাকে তখনি ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করে।
একুশে সংবাদ/এসআর