AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিশোধ নাকি গণহত্যা: ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৪৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩২ এএম, ৩ আগস্ট, ২০২৩
প্রতিশোধ নাকি গণহত্যা: ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৪৫

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। এরই মধ্যে দেশটির তিন রাজ্যে কয়েক দিন ধরে চলা এই অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে অর্ধশতাধিক মাদক কারবারিকে। খবর বিবিসি’র।

 

সর্বশেষ অভিযানটি চালানো হয় রিও ডি জেনেরিও’র কমপ্লেক্সে দা পেনহা এলাকায়। এ সময় মাদক চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলি হয় পুলিশের। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত ১০ জন।

 

এর আগে সাও পাওলোতে পাঁচ দিন ধরে চলা পুলিশের অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ১৬ জন। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিল্ড’। এছাড়া ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বাহিয়া রাজ্যে শুক্রবারের অভিযানে ১৯ সন্দেহভাজন নিহত হয়।

 

এদিকে, সাও পাওলোর অভিযানে ৫৮ জনকে আটক করেছে পুলিশ।

 

গত বৃহস্পতিবার সেখানকার উপকূলীয় গুয়ারুজ শহরে পুলিশের স্পেশাল ফোর্সের এক সদস্য খুন হওয়ার পর এ অভিযান শুরু করা হয়। অভিযানে ৩৮৫ কেজি মাদক ও বন্দুক জব্দ করেছে পুলিশ।

 

গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাও পাওলোর গভর্নর তারশিসিও দি ফ্রেইতাস জানান, অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে দু’জন পুলিশ সদস্যও রয়েছেন।

 

একুশে সংবাদ/জ/এসএপি

Link copied!