সৌদি আরবে দুই ভাই-বোন নিজেদের বাবা-মা ও দুই ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। সোমবার মদিনায় অভিযুক্ত দু`জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুইজন হলেন, আব্দুল আজিজ বিন ফাহাদ বিন গাজায়াহ আল-হারেথি ও তার বোন ওহুদ। তারা দুজন মিলে নিজেদের বাবা-মা ও আপন দুই ভাই আব্দুলরহমান এবং আব্দুল্লাহকে হত্যা করেছে।
সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এ দুই ভাই-বোন একদিন তাদের মা ও দুই ভাইয়ের রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। কিন্তু ওষুধে মৃত্যু না হওয়ায় পরের দিন সকালে ঘুমের মধ্যে মা ও আব্দুলরহমানকে গুলি করে হত্যা করেন। ওই সময় আব্দুল্লাহ ঘুম থেকে জেগে যাওয়ায় তাকেও গুলি করে হত্যা করেন তারা।
এমন জঘন্য হত্যাকাণ্ডের পর মা ও দুই ভাইয়ের মরদেহ তারা একটি পারিবারিক রেস্টহাউজে নিয়ে যায়। সেখানে বাবাকে ডেকে এনে তাকেও হত্যা করে। এরপর একটি ঘরে সবার মরদেহ রেখে সেটিতে ইচ্ছাকৃতভাবে গ্যাস লিক করে আগুন জ্বালিয়ে দেয় যাতে হত্যার প্রমাণ নষ্ট হয়ে যায়। তবে তদন্তে হত্যার বিষয়টি ওঠে আসে। এরপর তাদের মৃতুদণ্ড দেওয়া হয়। যা সোমবার কার্যকর করা হয়েছে।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :