AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন গোপন নথি ফাঁস হওয়ার ঘটনায় আটক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:২৭ পিএম, ১৪ এপ্রিল, ২০২৩
মার্কিন গোপন নথি ফাঁস হওয়ার ঘটনায় আটক

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপন নথি ফাঁস হওয়ার ঘটনায় ২১ বছরের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যামেরিকার ম্যাসাচুসেটস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই তরুণ এয়ারফোর্সে কর্মরত। খবর বিবিসি

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তার বাড়ি থেকেই এফবিআই তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচুর অস্ত্র নিয়ে এফবিআই সদস্যরা প্রথম বাড়িটি ঘিরে ফেলে, এর কিছুক্ষণের মধ্যেই শর্টস আর টি-শার্ট পরে ওই ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা যায়।

 

অ্যামেরিকার অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির নাম জ্যাক টেইসেইরা। ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু তথ্য তিনি ফাঁস করে দেন। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের তথ্য ফাঁস করা গর্হিত অপরাধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

 

একটি কম পরিচিত সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছদ্মনামে উপস্থিত ছিলেন জ্যাক। সেখানে তার নাম ছিল ওজি। ওই গ্রুপেই এক ব্যক্তির কাছে বেশ কিছু তথ্য ফাঁস করেন তিনি। সব মিলিয়ে প্রায় ৫০ পাতার তথ্য তিনি ফাঁস করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর আগেও ওই গ্রুপে তিনি তথ্য ফাঁস করেছেন।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!