শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিও ধর্মপল্লীতে খ্রিষ্টভক্তদের দু’দিনব্যাপী চলমান ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব’ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক এবং শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার তীর্থোৎসবের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং দূর-দূরান্ত থেকে আগত তীর্থযাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁরা উৎসবের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও আয়োজন ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, ডিবির ওসি মো. রেজাউল ইসলাম খান, ডিআইও-১ খন্দকার মো. শহীদুল হক এবং রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারি।
তীর্থোৎসবে হাজারো খ্রিষ্টভক্তসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
