উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা নওগাঁয় সংসদীয় আসন ছয়টি। এ জেলার সব আসন নিয়েই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। ইতোমধ্যে জামায়াতে ইসলামী ছয়টি আসনেই একক প্রার্থী চূড়ান্ত করেছে, অন্যদিকে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে বেশ কয়েকটি আসনে।
নওগাঁ-১ আসনটি অতীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পালাবদল হলেও ২০০৮ সাল থেকে এটি আওয়ামী লীগের দখলে রয়েছে। এবার আসনটি পুনরুদ্ধারে মাঠে নেমেছে বিএনপি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। বিএনপির চারজন সম্ভাব্য প্রার্থী থাকলেও স্থানীয় দ্বন্দ্ব ও কোন্দলের মধ্যে এগিয়ে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক সাহানসা চিস্তী। তিনি ‘ছাতা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এলডিপি সম্প্রতি সারাদেশে ৮৪ আসনের প্রার্থী ঘোষণা করেছে। নওগাঁ-১ আসনে সাহানসাকে প্রার্থী ঘোষণা করার পর থেকে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম হয়েছে। স্থানীয়রা জানান, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে সাহানসা চিস্তী ক্লিন ইমেজের নেতা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলাসহ এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ২৪১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।
নওগাঁ জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক সাহানসা চিস্তী বলেন, “দীর্ঘদিন ধরে আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি, ভবিষ্যতেও করবো। দল আমাকে নওগাঁ-১ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে— আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, জনগণের ভোটে ‘ছাতা’ প্রতীক বিজয়ী হবে।”
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
