মোদী উপাধি নিয়ে মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুরাতের আদালত। তবে সাজা ঘোষণার পরপরই জামিনও পেয়েছেন রাহুল গান্ধী। এক প্রতিবেদনে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
জানা যায়, ২০১৯ সালে, রাহুল গান্ধী মোদী উপাধি নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা হয়। এই মামলায় আদালত রাহুল গান্ধীকে শাস্তি দিয়েছেন সুরাত আদালত।
এ ধরনের মামলার ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধানই রয়েছে দেশটির আইনে। উচ্চ আদালতে আবেদনের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
একুশে সংবাদ/য/এসএপি
আপনার মতামত লিখুন :